ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকারি নির্দেশনা মেনে এসি বন্ধ রেখেছেন ইউএনও 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৫:১৫ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

বৈশ্বিক জ্বালানি সংকট ও চলমান বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশে সরকারি নির্দেশনার সঙ্গে সামাঞ্জস্য রেখে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের এসি ও ইন্টেরিয়র ডেকোরেশনের সব বাতি বন্ধ রেখেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২০ জুলাই) বিকেলে ইউএনও অফিসে গিয়ে দেখা যায়, ইউএনও অফিসে তার কাজ করছেন। মাথার ওপর দুইটি ফ্যান ঘুরছে। অফিসের দুটি এসি বন্ধ। এসির ওপরে কাগজ দিয়ে লাগানো। লেখা রয়েছে বৈশ্বিক জ্বালানি সংকট ও চলমান বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশে সরকারি নির্দেশনার সঙ্গে সামাঞ্জস্য রেখে এই অফিসের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র এবং ইন্টেরিয়র ডেকোরেশনের সব বাতি বন্ধ রাখা হয়েছে।

ইউএনও মনদীপ ঘরাই বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের দুটি ও সভাকক্ষের তিনটি এসি বন্ধ রেখেছি। এ ছাড়া ইন্টেরিয়র ডেকোরেশনের সকল বাতি বন্ধ রেখেছি। যার যার ব্যক্তিগত ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া উচিত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট, শপিংমল, আলোকসজ্জা-সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |