ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মিনিবাস-মাহিন্দ্রা সংঘর্ষ, মা-শিশুসহ নিহত বেড়ে ৬

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৮:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় থ্রি-হুইলারের আরও দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন সাথী আক্তার দুপুরে মারা যান। আর বিকেল ৪টার দিকে তার দেড় বছরের সন্তান ফারহানা মারা যান। এর আগে ঘটনাস্থলে মারা গেছে শিশু ফারহানার খালা তানজিলা। ফারাহানার বাবা ফয়সাল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তার অবস্থাও সংকটাপন্ন। ফারহানা বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

তিনি জানান, বাকেরগঞ্জে দুর্ঘটনায় আহত শিশু ফারহানা এবং তার বাবা ও মাকে আল-আমিন নামে একজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে তাদেরকে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বিআরটিসি বাস যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু হয়।

এ ছাড়া আহত চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তানজিলা আক্তার নামে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এ ছাড়া হাসপাতালে ভর্তির পরে মারা গেছেন তানজিলার বোন সাথী আক্তার। সবশেষ মৃত্যু হয়েছে সাথীর মেয়ে ফারহানার। 

বাকেরগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। থানায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |