ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী, অতঃপর...

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ জুলাই ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে বাসে করে পুরান ঢাকায় যাচ্ছিলেন এক তরুণী। পথে হঠাৎ জানালা দিয়ে ছোঁ মেরে তার মোবাইল ফোন নিয়ে যায় এক ছিনতাইকারী। বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া দিলেও তাকে ধরতে পারেননি তিনি। তবে অন্য এক নারীর ব্যাগ ছিনতাই করতে দেখে আরেক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন ওই তরুণী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর কাওরান বাজারের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ছিনতাইকারীকে মাটিতে ফেলে নিজের মোবাইল হারানোর রাগ ঝাড়ছেন তিনি। বেশ কয়েকজন মানুষ ওই তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ওই তরুণী।

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দুই ছিনতাইকারীসহ অভিযোগ নিতে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের ওপর ক্ষোভ জানিয়ে ওই তরুণী জানান, দুইজন ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপর যদি পুলিশ তার মোবাইল ফোন উদ্ধার করতে না পারে তবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |