ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

২ কনটেইনার মদ আমদানির ঘটনায় তিনজন রিমান্ডে

নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ০৭:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুই কনটেইনার বিদেশি মদ উদ্ধারের ঘটনায় দুই আসামির তিন দিন ও এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (২৫ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সামসাদ বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আসামিরা হলেন- সাইফুল ইসলাম (৩৪), নাজমুল মোল্লাহ (২৩) ও আব্দুল আহাদ (২২)। 

আদালত সূত্রে জানা যায়, মদ আমদানির ঘটনায় রোববার (২৪ জুলাই) র‌্যাব-১১ এর উপপরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে এক আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক আসামি সাইফুল ইসলাম ও নাজমুল মোল্লার তিনদিন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও শ্রীনগর উপজেলার ষোলগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ পিস বিদেশি মদ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৪৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |