রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার চার আসামির ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন, ডিবিসির ক্যামেরাম্যান আল-আমিন। আসামি টিটু ও খায়রুলের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়।
রোববার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার সিএমএম আদালতের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি টিটু ও খায়রুলের নির্দেশে ২০-২৫ জন লোক আল-আমিনের ওপর হামলা চালায়। ক্যামেরা ভাঙচুর করে হামলাকারীরা দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। পরে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা আল-আমিনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।
সিএমএম আদালতে নিচে আসলে আসামিদের স্বজনরা হুট করেই ডিবিসির ক্যামেরাম্যান আল আমিনের ওপর চড়াও হন। তারা তাকে কিল, ঘুষি মারতে থাকেন। ভেঙে ফেলা হয় তার ক্যামেরাও। পরে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা আল আমিনকে উদ্ধার করেন। তাদের দেখে হামলাকারীরা দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে সটকে পড়ে।
এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ডিবিসির রিপোর্টার লিটন মাহমুদ।