নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ তুলে স্থানীয়রা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে জানা যায় গাড়িটি হাইওয়ে পুলিশ ব্যবহার করছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা বাজারে সোমবার ( ১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশের রিকুইজিশন করা একটি টহলরত মাইক্রোবাসের সঙ্গে অটোটির ধাক্কা লাগে। সেটি উল্টে সড়কের পাশে পড়লে এক শিক্ষার্থী আহত হন। পরে এলাকাবাসী হাইওয়ে পুলিশের সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইতোমধ্যে যান চলাচল শুরু হয়েছে।
হাইওয়ে পুলিশ সুপার আলী আহাম্মদ দাবি করেছেন অটোটি নিজ থেকে উল্টে গেছে।
তিনি বলেন, ওই অটোরিকশায় চারজন ছাত্রী ও একজন ছাত্র ছিলেন। আহত হয়েছেন শুধু ছাত্রটি। খবর পেয়ে আমাদের রিকুইজিশন করা গাড়িটি বরং তাদের উদ্ধার করতে গেছে। কিন্তু স্থানীয় লোকজন ভুল বুঝে মাইক্রো ভাঙচুর করেছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।