ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কবর থেকে কঙ্কাল চুরির সত্যতা পেয়েছে পুলিশ

ঠাকুরগাঁও (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ১১:৩২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতে নির্দেশে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ম্যাজিস্ট্রেট এবং চিকিৎসকের উপস্থিতিতে কবর খুড়ে কঙ্কাল চুরির হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন থানা পুলিশ।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা তদন্ত করতে আদালতের নির্দেশে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ চন্দ্র রায়ের উপস্থিতিতে গোরস্তানের সন্দেহভাজন ১৭টি কবর খুড়ে দেখা হয়। এর মধ্যে ৮টি কবরে কঙ্কাল বা হাড়হাড্ডি পাওয়া যায়নি। ৮টি কবরে কঙ্কাল বা হাড়হাড্ডি পাওয়া গেছে। একটিতে আংশিক হাড়হাড্ডির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ থেকে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছ, কবর থেকে কঙ্কাল বা হাড়হাড্ডি চুরি ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ২০টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে শেখ সমশের আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |