ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা সরকারি চালসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৩:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুরে অসহায়দের জন বরাদ্দকৃত ৬৯ বস্তা সরকারি চালসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় একটি মাহিদ্রযোগে চালগুলো নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শুক্রবার জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান

জানা যায়, এর আগে অত্র এলাকায় হতদরিদ্রদের জন্য চালের ডিলারশিপ ছিল আওয়ামী লীগের স্থানীয় এক ব্যক্তির নামে। ৫ আগস্টের পরে তার কাছ থেকে ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী সরকারপাড়া গ্রামের মৃত পতিবুদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলামসহ স্থানীয় কয়েকজন মিলে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ অবস্থায় কিছু সুবিধাভোগীর কার্ডের সমস্যার কথা উল্লেখ করে প্রায় ৬৯ বস্তা চাল একটি মাহিন্দ্র ট্রাক্টরে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় রাজাপুকুর বাজারে আটকে দেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আমিনুল ইসলাম বেগুনবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বলে জানা যায়। 

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা নেতৃবৃন্দ।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |