ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শোক দিবসে উচ্চস্বরে স্কুলে হিন্দি গান

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ আগস্ট ২০২২ , ০৩:৩৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাজবাড়ীর বালিয়াকান্দি ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ আগস্ট) সকালে স্কুলের বারান্দায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে হিন্দি গান বাজানোর ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তুমুল সমালোচনা চলছে। 

ওই ভিডিওতে দেখা যায়, বা‌লিয়াকা‌ন্দি জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পাল‌নের জন্য আনা সাউন্ড ব‌ক্সে উচ্চস্বরে হি‌ন্দি গান বাজ‌ছে।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। কমিটির আহ্বায়ক হলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। সদস্যরা হলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. চঞ্চল মাহমুদ।

জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমা‌রেশ বাছাড় ব‌লেন, ‌হি‌ন্দি গান বাজানোর বিষ‌য়ে আমি কিছু জা‌নি না। আমি স্কুলে আসার পর থে‌কে বক্সে দে‌শের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের গর্হিত কাজ মোটেও কাম্য নয়। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষকদের মধ্যে গ্রুপিং তৈরি হয়। তারা এ ঘটনা কেউ ঘটাতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি।

তদন্ত কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশক্রমে আমরা কাজ করব। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু বলেন, বিষয়টি আমি শুনেছি। এলাকা থেকে আমাকে ফোন দিয়েছিল। আমি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু বিশ্বাসকে ফোন দিয়েছিলাম। তিনি কোনো উত্তর না দিয়ে পরিষদে আসছেন বলে আমাকে জানান। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |