মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রি-হেয়ারিং প্রক্রিয়ায় বৈধ হতে ফের আহ্বান জানালেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম।
দেশটির ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক দাতু শ্রী মুস্তাফার আলির সঙ্গে সোমবার বৈঠকের পর মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বৈধকরণের এই সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযান কিছুটা শিথিল করা হয়েছে। কাগজপত্র ছাড়া অবৈধ অভিবাসীদের বৈধকরণের জন্য সাময়িক বৈধকরণের ই-কার্ডের মেয়াদ শেষ হবার পর ৩০ জুন থেকে এ পর্যন্ত সাঁড়াশি অভিযানে প্রায় দেড় হাজারেরও বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এজন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিক বৈঠক হয়। বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার প্রক্রিয়া চলাকালীন সময়ে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত হয়।
হাইকমিশনার আরো বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে অবৈধ বাংলাদেশিদের নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। আপাতত ৫ মাস সময় পাওয়া গেছে। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে আরো বৈঠক হবে।
হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অবৈধ ব্যক্তিদের ধরপাকড় যেকোনো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, গেলো ৩০ জুন শেষ হওয়া ই- কার্ড প্রক্রিয়ায় এক লাখ অবৈধ বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন এবং ২ লাখ ৯৩ হাজার অবৈধ বাংলাদেশি মাই-ইজির মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। যা মোট আবেদনের যথাক্রমে ৫৭% ও ৮৯%।
এ সময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, মিনিস্টার পলিটিক্যাল রউছ হাসান সারোয়ার, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, ২য় সচিব তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ।
এমকে/সি