ঢাকাFriday, 27 June 2025, 13 Ashaŗh 1432

‘নির্বাচনে কোন ধরনের সরকার থাকবে তা কমিশনের বিবেচ্য নয়’

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৯:২৮ পিএম


loading/img

নির্বাচনে কোন ধরনের সরকার থাকবে, তা কমিশনের বিবেচ্য বিষয় নয়। তবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা বদ্ধ পরিকর। বললেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্মার্টকার্ড বিতরণ খুলনা পর্বের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, খানাখন্দ পরিহার করেই নির্বাচন কমিশন নতুন রোডম্যাপ তৈরি করেছে। সব দলের অংশগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। এজন্য নিবন্ধিত সব দলের সঙ্গে মতবিনিময় করা হবে। তবে সবাইকে নিয়ে বসতে পারলে সমস্যার সমাধান সম্ভব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

কবিতা খানম আরো বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের ব্যক্তিগত দলিল। এর গুরুত্ব এবং মর্যাদা অনেক। দেশে-বিদেশে সব জায়গায় এর প্রয়োজনীয়তা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের হাতে পরিচয়পত্র তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক উপস্থাপনা করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি, কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

 এমসি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |