• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেহেদীর রং শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

মৌলভীবাজার (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২২, ১০:৪৩
মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

বিয়ের ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন নববধু রুনা বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রুনা বেগমের বিয়ে হয়েছিল একই ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিন মজুর শরিফ মিয়ার সঙ্গে। গত বুধবার ( ১৭ আগস্ট) রাত ১০টায় নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, নববধূ রুনার পেটের ব্যথার কারণে বুধবার দিনে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসনোগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরেন।

তার মা তাকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এদিকে স্বামী শরিফ মিয়াও বাড়ি থেকে বাজারে চলে যান। রাত ১০ টায় তার শ্বাশুড়ি গিয়ে দেখেন নববধূর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সে দরজা না খোলায় পিছনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান সে গলায় ফাঁস দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে রয়েছে।

বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে নববধূর মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় কমলগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল একজনের মরদেহ
হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়ার মরদেহ উত্তোলন
স্ত্রীর মরদেহ বাড়ি নেওয়ার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্বামীর মৃত্যু 
মৌলভীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু