বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ আগস্ট) সকালে বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকারী পরিচালক শামীম বলেন, রোববার রাতে এ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসি। এ সময় বরগুনা ও বেতাগীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আগুনে ক্ষতির পরিমাণ এখনও বের করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কমপক্ষে ২ কোটি টাকা।