কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ বেগম (৬০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শাহাদাত হোসেন (২৫) এবং মরিয়ম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়।
ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬) ও ইয়াছিনের (১২) অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়।