ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হেলিকপ্টারে বউ আনতে পঞ্চগড়ে বর

প্রতিনিধি পঞ্চগড়, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ , ১০:৪৯ পিএম


loading/img
ছবি: প্রতিনিধি

হেলিকপ্টারে করে বউ নিতে ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এসেছেন নওরোজ ফারহান নূর নামে এক যুবক।

বিজ্ঞাপন

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে হেলিকপ্টারটি নামে। পরে ঘোড়ার গাড়িতে করে কনের বাড়িতে যায় বর। এ সময় বরকে দেখেতে হাজার হাজার মানুষ ভিড় করেন। উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। 

বর ঢাকা মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের নির্বাহী পরিচালক হেলাল আহমেদের ছেলে। সে জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন।  আর কনে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নুর নেওয়াজের মেয়ে।

বিজ্ঞাপন

কনের বাবা নুর নেওয়াজ জানান, কিছুদিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে হয়। কনের বিদায়ের দিন ঠিক করা হয় শুক্রবার। দেবীগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠান এটাই প্রথম। বিয়ে শেষে বিকেল ৪টার দিকে বর-কনে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |