পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।
ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার রাত ৮টায় ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যায় ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার রাতেই কিশোরীর পরিবার দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।
আরটিভি/এমকে/এস