জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর সম্মানিত সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদ নিজের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি এই ট্রাস্টের নামে উইল করে যান।