নোয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে চিরুনি অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার মাইজদীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে ডিবি পুলিশ। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হবে।