ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বগুড়ায় বিএনপির মিডিয়া সেলের সদস্য রাশেদ আটক

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ নভেম্বর ২০২৩ , ০৫:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ায় বিএনপির অবরোধ কর্মসূচি থেকে দলটির মিডিয়া সেলের সদস্য ও যুবদল নেতা রাশেদ রহমানকে (২৯) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের বগুড়ার প্রতিনিধি ও শহর যুবদলের সদস্য।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ সড়ক ছেড়ে সরে যেতে বললে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন ও হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাশেদ সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উসকানিমূলক ভিডিও প্রচার করতে থাকেন। বিষয়টি টের পেয়ে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |