লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা থেকে বাড়ি যাওয়ার পথে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের চকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তি একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শওকত ইসলাম। তিনি পেশায় কাঠমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে শওকত চন্দ্রগঞ্জ থানায় যায়। তার বিরুদ্ধে নিজ বাড়ির প্রবাসী বেলাল হোসেনের স্ত্রীর অলঙ্কার চুরির একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের আলোকে তাকে থানায় ডাকা হয়। এ সময় অভিযোগের তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পরে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ৬ থেকে ৭ দুর্বৃত্তের একটি দল শওকতকে আকস্মিক ঘিরে ফেলে। এ সময় শওকতের গলা কেটে হত্যার চেষ্টা চালায় তারা। পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চন্দ্র পাল জানান, গলার চামড়া যথেষ্ট কাটা গেলেও তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, বুধবার রাতে শওকতের ওপর হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।