ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০১:১৯ পিএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ীর খানখানাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টার দিকে খানখানাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সবুর আলী (৬২)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার ভোরে সবুর তার বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়া শেষে ফেরার পথে রেলের ওপর হাঁটাহাঁটি করছিল। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |