গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
শনিবার (১ অক্টোবর) দুপুরে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, মেঘনা রোডে পার্কিংয়ে রাখা প্রায় ৪০টি গাড়ি ভাঙচুর করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এর জেরে ট্রাক স্ট্যান্ডের সামনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা এবং মহাসড়ক অবরোধ করে। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।
গাজীপুর জেলা ট্রাক ও কাভারভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান দিপু নিজে দাঁড়িয়ে থেকে নিউ মেঘনা সড়কের পার্কিং করা প্রায় ৩০ থেকে ৪০টি ট্রাকের গ্লাস, হেড লাইটসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশন ট্রাফিক(দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সড়কের ওপর গাড়ি রাখা নিয়ে শ্রমিকদের সঙ্গে ট্রাফিক সদস্যদের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিষয়টা নিয়ে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সমাধান করার পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে। যেহেতু প্রশাসনের গাড়িটি সরকারি সম্পদ তাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।