ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সেনা ক্যাম্পে অজগর সাপ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ , ১২:১৩ পিএম


loading/img

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থানীয় সেনা ক্যাম্প থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ক্যাম্পের হাঁসের খামার থেকে অজগরটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে হাটহাজারী বাজারের পশ্চিম পাশের সেনা ক্যাম্পের হাঁসের খামার থেকে একটি অজগর উদ্ধার করা হয়। অজগরের দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এটিকে উপজেলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত রোববার হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন একটি ভাঙারি দোকানের ভেতর ২০ ফুট দীর্ঘ অজগর পাওয়া যায়। পরে সেটিকে গভীর বনে অবমুক্ত করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |