ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সাজেকে রুম না পেয়ে গাড়ি ও বারান্দায় রাত কাটালেন পর্যটকরা 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ১১:০৬ এএম


loading/img
ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রিসোর্ট-কটেজ খালি না পেয়ে কটেজের বারান্দা ও গাড়িতে রাত কাটিয়েছেন পর্যটকরা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সরেজমিন থেকে এ তথ্য জানা যায়। 

জানা গেছে, বুধবার (৫ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন পর্যটকরা। পরে  বুধবার দুপুরে সড়ক চালু হলেও সাজেকে অবস্থানরত অনেক পর্যটক তাদের ফিরতি যাত্রা বাতিল করে রিসোর্টগুলোতে অবস্থান করেন। অন্যদিকে সাজেকে প্রবেশ করা নতুন পর্যটকরা রুম খালি না পেয়ে গাড়ি, রিসোর্টগুলোর বারান্দায় এবং প্রাইমারি স্কুলের কক্ষে রাত্রিযাপন করেন। 

বিজ্ঞাপন

এদিকে সাজেক কটেজ মালিক সূত্রে জানা যায়, প্রশাসনের নিয়ম অনুযায়ী বেলা ১১টার আগে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক ত্যাগ করার নিয়ম নেই। এ কারণে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে এখনো কোন পর্যটকবাহী গাড়ি ছেড়ে যায়নি। তাই কী পরিমাণ পর্যটক আজ সাজেক ত্যাগ করবেন তা ১১টার পরই জানা যাবে।

এ বিষয়ে মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা জানান, আমাদের রিসোর্টের রুমগুলো অনেক আগে থেকেই নভেম্বর পর্যন্ত বুকড হয়ে আছে। তবে শুনেছি পর্যটকরা রুম পাননি। পরে এলাকার প্রাইমারি স্কুলে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার সকালে আমার আশপাশের রিসোর্টগুলোর বারান্দায় বিছানা পেতে ঘুমাতে দেখেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |