ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমরা যারা সমাজে ডিগ্রিধারী বলে নিজেকে অনেক বড় মনে করি; সেই আমরাই সমাজের সঙ্গে প্রতারণা করি।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে নাট্য সভার বর্ষপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আরেফিন সিদ্দিক বলেন, সংস্কৃতি না থাকলে সমাজ গড়ে ওঠে না। সমাজের নানা প্রতারণা তুলে ধরেন সংস্কৃতিমনা মানুষগুলোই। বাংলা ভূখণ্ডের নাট্যচর্চার ইতিহাস স্বাধীনতার পর আরও বেগবান হয়েছিল। পঁচাত্তর পরবর্তী প্রতিকূল পরিবেশেও দেশের নাট্যচর্চা থেমে ছিল না।
তিনি বলেন, মানব উন্নয়নে নাট্যের ব্যাপকতা যুগে যুগে যেভাবে মোড় নিয়েছে, প্রথিতযশা তাত্ত্বিক তাদের মতামত ও ধারণায় বিশ্বের নাট্যকলায় নতুন দৃষ্টিভঙ্গিতে উন্নয়নের প্রভাব বিস্তার করেছিল। তাদের উন্নয়ন নাট্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠিত নাট্য আঙ্গিক সম্পর্কে আলোচনা প্রয়োজন।