গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর ৩টি অফিস ভাংচুর করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। ভাংচুরের ঘটনায় ফুলছড়ি ও সাঘাটা থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা পর্যন্ত সাঘাটার কচুয়াহাট, হলদিয়া ও ফুলছড়ি উপজেলার উদিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চলছিল। রাত সাড়ে ১০টার দিকে অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এ সুযোগে গভীর রাতে কে বা কারা ওই ৩টি নির্বাচনী অফিসের তালা ভেঙে চেয়ার টেবিল ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা মার্কার পোস্টার ও চেয়ার-টেবিল ভাংচুর করে। রোববার সকালে নেতাকর্মী গিয়ে এ অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা রেজা মিয়া অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট এবং আতঙ্ক সৃষ্টি করতেই প্রতিপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাড্ডার মোড়ে স্থাপিত নির্বাচনী অফিসের ভেতরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা মার্কার পোস্টার, চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে।
উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা বলেন, কে বা কারা রাতের অন্ধকারে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। তারা মাহমুদ হাসান রিপন ভাইয়ের জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে এ ঘটনা ঘটিয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী জানান, নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সন্ধ্যায় থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সাঘাটা উপজেলার সাঘাটার কচুয়াহাট ও হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় সন্ধ্যায় পৃথক ২টি মামলা হয়েছে।