ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) নির্বাচনকে প্রভাবমুক্ত করার দাবিতে চারজন সদস্য প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে আখাউড়ায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা মো. আলী ভূঁইয়া, যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ ও আওয়ামী লীগ সমর্থক মো. ইয়াসিন মিয়া।
লিখিত বক্তব্যে সদস্য প্রার্থী মো. আলী ভুঁইয়া অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও তার অনুসারীরা ভোটকেন্দ্র দখল করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ষড়যন্ত্র করছেন। তারা ওই প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের ওপর চাপ সৃষ্টি করছেন। কোনো কোনো ভোটারকে ভোটদানের প্রমাণস্বরূপ মোবাইলে ছবি তুলে এনে দেখাতে বলছেন। এতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
এ সময় সদস্য প্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, একটি প্রভাবশালী মহল নির্বাচনকে প্রভাবিত করার জন্য একজন বিশেষ প্রার্থীকে আইনমন্ত্রী আনিসুল হক সমর্থন দিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক কাউকে সমর্থন দেননি। ওই প্রভাবশালী মহলটি পেশি শক্তি ব্যবহার করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আমি একজন ভোটার হিসেবে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পক্ষে ভোট চাইতেই পারি। ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ মিথ্যা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এসব অভিযোগ করছে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ৬নং ওয়ার্ডে আখাউড়া থেকে ৫ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৮১ জন।