বাক ও শ্রবণ সমস্যার সমাধান নিয়ে এলো ‘শোনো বাংলাদেশ’

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ , ১০:২৬ পিএম


বাক ও শ্রবণ সমস্যার সমাধান নিয়ে এলো ‘শোনো বাংলাদেশ’

বাংলাদেশে একটা বিরাট অংশ জন্মায় বিশেষ চাহিদা নিয়ে। যাদের মধ্যে বেশিরভাগই বাক ও শ্রবণ ক্ষমতা ছাড়াই বেড়ে উঠতে থাকে। আবার শব্দ দূষণ কিংবা স্ট্রোকের মতো কিছু কারণে মানুষ হারায় বাক ও শ্রবণশক্তি। এসব মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনও রয়েছে অনীহা ও অসচেতনতা। 

বিজ্ঞাপন

এর অন্যতম কারণ হলো- বাক ও শ্রবণশক্তি নিয়ে কাজ করা পেশাদার জনবলের অভাব। তবে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ এর অধীনে উন্মোচিত হয়েছে ‘অডিওলোজি এন্ড স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি’ বিষয়ক উচ্চশিক্ষার দ্বার। 

যার ফলে আমাদের দেশেই এখন দক্ষ অডিওলোজিস্ট ও স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট পাওয়া যাচ্ছে। এখন বাক অথবা শ্রবণ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমাদের আর বিদেশ-বিভুঁইয়ে ছুটবার কোনো প্রয়োজন নেই। আমাদের হাতের নাগালেই আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা একটি প্রতিষ্ঠান ‘Shono Bangladesh Hearing and Speech Point’.

বিজ্ঞাপন

এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট দ্বারা পরিচালিত। শোনো বাংলাদেশ-এর হাত ধরে এই প্রথম শ্রুতিবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী ও বিদেশ হতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অডিওলজিস্ট বা শ্রুতিবিদ্যার সঙ্গে পরিচিত হলো বাংলাদেশ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission