ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ , ১০:৪৪ পিএম


loading/img
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ অক্টোবর) রাতে পাঁচবিবি থানার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পাঁচবিবি উপজেলার গ্রামের ফসলি মাঠের গভীর নলকূপের ঘরে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীকে তার প্রেমিক গ্রামের ফসলি মাঠের একটি গভীর নলকূপের ঘরে আসতে বলে। এ সময় কিশোরী গভীর নলকূপের ঘরে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দুজনকে দেখতে পায়। তখন এনিয়ে তার প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরীকে দুই বন্ধু ও প্রেমিক মিলে ধর্ষণ করে।

তিনি আরও জানান, ভু্ক্তভোগী কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |