ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

‘১৯৬৬ সাল’ লেখা গ্রেনেড উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ , ০৮:১৫ এএম


loading/img

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাটির নিচ থেকে একটি মরিচা ধরা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোবর) সকালে ফুলবাড়ী থানার এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ওই ইউনিয়নের ভবনচুর গ্রামে গ্রেনেডটি পাওয়া যায়।

থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টায় ভবনচুর গ্রামের আ. রাজ্জাকের শ্যালো দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। এ সময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে ওঠালে দেখা যায় পাইপের মুখে মরিচা পড়া লোহার গ্রেনেড সাদৃশ্য কিছু একটি জিনিস আটকে আছে। পরে রাজ্জাক ওই বস্তুটি মিস্ত্রিদের সহায়তায় বের করে পার্শ্ববর্তী খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জমা দেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান পুলিশকে বিষয়টি জানালে থানার এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, রোববার সন্ধ্যায় কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে। পরে আমাকে দিলে আমি পানি ভর্তি বালতিতে তা রেখে পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে গ্রেনড উদ্ধার করে নিয়ে যায়। গ্রেনেড সাদৃশ্য বস্তুটিতে ১৯৬৬ সাল লেখা দেখা যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই রেজাউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অনেক পুরোনো গ্রেনেড। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে। গ্রেনেডটি নিরাপদে পানি-ভর্তি একটি বালতিতে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেনেডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |