আধিপত্য বিস্তারকে কেন্দ্র ফেনীর দাগনভূঞায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) রাতে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে।
জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আহতদের পরিচয়-জানাতে পারেননি তিনি।