বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ঢাকা থেকে নিখোঁজ হন। কাউকে কিছু না বলে বিকেল ৪টায় হোটেল ওয়েস্টিন থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনার তিন দিন পর তাকে উদ্ধার করে পুলিশ।
নিখোঁজ মোহাম্মদ শাফিউল হকের বাংলাদেশি বন্ধু খালিদ হোসেন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৯ অক্টোবর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনির এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮ অক্টোবর মোহাম্মদ শাফিউল হক (৬৬) এবং হুসেম উদ্দীন আহমেদ (৬৫) তাদের এনজিওর কাজে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তারা গুলশানের হোটেল ওয়েস্টিনে চেক ইন করেন।
শাফিউল হক শর্ট টাইম মেমোরি লস (অল্পতেই ভুলে যাওয়া) রোগে আক্রান্ত। তাই সেদিন তিনি আর পথ খুঁজে পায়নি।
পরে পুলিশ তদন্ত চালিয়ে ১৯ অক্টোবর রাত ১০টার দিকে সূত্রাপুর থেকে তাকে উদ্ধার করে।
পরবর্তীতে সফরসঙ্গী হুসেম উদ্দীন আহমেদ এবং হোটেল ওয়েস্টিন কর্তৃপক্ষের উপস্থিতিতে নিখোঁজ শফিউলকে জিডির বাদী খালিদ হোসেনের জিম্মায় হস্তান্তর করা হয়।