ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বিশ্বসেরা ১০০ জনের তালিকায় বাংলাদেশি রুম্মান

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

বিশ্বসেরা ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী। তিনি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য এ তালিকায় স্থান পান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে এ তালিকাটি প্রকাশ করা হয়। 

ড. রুম্মান ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগরিদমিক এথিকস’ নিয়ে কাজ করেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়েও কাজ করছেন।

বিজ্ঞাপন

ড. রুম্মান ১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী ও টিভি সিরিজ এক্স ফাইলসের ভক্ত ছিলেন তিনি। এর ফলে বিজ্ঞান ‍নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন এক সময়।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে রুম্মান ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক পাস করেন। এরপর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডস বিষয়ের ওপর এমএসসি ডিগ্রি নেন। এরপর তিনি সিলিকন ভ্যালিতে কাজ করার পাশাপাশি স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি অর্জন করেন।

এ ছাড়াও কীভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং কীভাবে সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায়–এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |