ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের সুবর্ণসুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (২২ অক্টোবর) রাতে কেরনীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন- কেরানীগঞ্জ মডেল থানার চর রুহিতপুর ইউনিয়নের মৃত মজিবর আলীর ছেলে আলমগীর হাজম (৫৫)। তিনি ভুক্তভোগীর প্রতিবেশী, সম্পর্কে নানা হন।
ভুক্তভোগী শিশুর খালা বলেন, শিশুটিকে খাবার কিনে দেওয়া ও মোবাইল ফোন চালাতে দেবে এমন কথা বলে আলমগীর তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারেরে লোকজন চিকিৎসার জন্য নিয়ে যান ঢাকা মেডিকেল হাসপাতালে।
এ বিষয়ে থানার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, শনিবার এ ঘটনায় ভুক্তভোগী শিশুর খালা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।