চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকার। অন্যদিকে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় চলছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা অবস্থায় গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ৩৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল, ৭টি জেলে নৌকা ও ১৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মৎস্য আইনে মামলা করা হয়েছে। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। আর জব্দকৃত ইলিশের ১২৫ কজি হিমাগারে সংরক্ষণ ও ৫৩ কেজি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ-পুলিশ সার্বক্ষণিক বিচরণ করছে। এর মধ্যেও কিছু জেলে নদীতে ইলিশের লোভে নেমে পড়ছে। প্রতিদিনই পদ্মা-মেঘনার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এদের মধ্যে অনেক জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা এবং অন্য জেলেদের নিয়মিত মামলা দেয়া হচ্ছে।
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।