ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঘোড়া কিনে বাড়ি ফেরা হলো না তাদের 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ , ১২:৩২ পিএম


loading/img

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। তারা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবলু ও ইউনুস নিহত হয়। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুতগতির ওই যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |