সাতক্ষীরার শ্যামনগরে আপন ছোট ভাই মোশাররফ হোসেনের (৫০) ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সৌরভ হোসেন (৫৫) নামে বড় ভাইর।
রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ হোসেন উপজেলার মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোশারফ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সৌরভের বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের ফুসফুস বের হয়ে আসে। এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যা মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।