ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জামাইকে পুড়িয়ে হত্যাচেষ্টা, শাশুড়ি ও ভায়রা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ , ০৮:৪২ এএম


loading/img

যশোরে শ্বশুরবাড়িতে জামাইকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন (২৫) ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম (৪৮)। সম্পর্কে তারা ভুক্তভোগীর ভায়রা ও শাশুড়ি।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান হোসেন (২২)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রায়হানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুরবাড়িতে যেতে বলে। পরে একই দিন রাত সাড়ে সাতটার দিকে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর আমজাদ হোসেন বলেন, গত ৫ থেকে ৭ দিন আগে রায়হানের স্ত্রী রাবেয়া বাবার বাড়ি যান। এ সময়ের মধ্যে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি না, তা আমার জানা নেই। রোববার সন্ধ্যায় রায়হান তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মারার চেষ্টা করে।

বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা আনোয়ার হোসেন জানান, রোববার রাতে রায়হানের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি জড়িত বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, এ ঘটনার পরপরই র‌্যাব অপরাধীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে। পরে প্রধান দুই আসামি সবুজ হোসেনও রুপালী বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। তাদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |