পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অফিসের মধ্যে থাকা চেয়ারসহ অন্যান্য সামগ্রী রাস্তায় বের করে ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে যুবলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘এ সরকারের পতনের দাবিতে সারাদেশ যখন আন্দোলনে উত্তাল ও আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে সবাই যখন প্রস্তুত, তখন ছাত্রলীগ-যুবলীগ এ হামলা চালিয়েছে। তারা শুধু দলীয় কার্যালয় হামলা-ভাঙচুরই করেনি। প্রথমে আমার ব্যবসায়িক দপ্তরে হামলা করে এবং সেখানে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের সঙ্গে মুঠোফোনে একাধিবার যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, এটা বিএনপির আভ্যন্তরীণ ঘটনা। সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরী এবং পিনু-কুট্টি গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তাদের এ ঘটনা এখন আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চায়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বুধবার রাতে কে বা কারা হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।