ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বসতভিটার সীমানাকে কেন্দ্র করে ভাইকে খুন

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ , ০৩:১৬ পিএম


loading/img
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ নভেম্বর) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের উত্তর মাঝের গাওঁ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘরের সীমানা নিয়ে আসিস কুমার সিং ও নিশিকান্ত সিংয়ের মধ্যে কথা-কাটাকাটির জেরে নিশিকান্তের দায়ের কোপে আসিস কুমার (৬৫) মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আসিসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জানান, বুধবার রাতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ সময় নিহতে স্ত্রী লক্ষিরাণীও (৫০) আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |