নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুককের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।