মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ।
স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের নাম বা পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, মরদেহটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে জানা যাবে ঘটনা কী। মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।
আরটিভি/এএএ/এআর