ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিমানে করে বরিশাল পৌঁছেছেন মির্জা ফখরুল

ব‌রিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ , ০৯:২৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বিএন‌পির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে এসেছেন কেন্দ্রীয় তিন নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানে বরিশালে আসেন তিনি। 

ব‌রিশাল মহানগর ছাত্রদলের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি বলেন, কেন্দ্রীয় নেতা‌রা ব‌রিশালে এসেছেন। এবারের আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে আসা‌র ঠিক আগমুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ। ছাত্রদল, ছাত্রলীগ ও বিএন‌পি নেতাদের এমন অবস্থানে থমথমে প‌রি‌স্থি‌তি বিরাজ করছে ব‌রিশালে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সের‌নিয়াবাত বলেন, ব‌রিশালে বিএন‌পি এক‌টি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |