ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নির্মাণাধীন লিফটের গর্তে মিলল ২ শিশুর মৃতদেহ

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ০৫:৩৪ এএম


loading/img

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ দুটি শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

মৃত দুই শিশু হলো, উপজেলার গোড়াই সোহাগপুর এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও পাশের বাড়ির ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)। পুলিশের ধারণা ওই দুই শিশু খেলার সময় গর্তের পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দিনের যেকোনো সময় ওই দুই শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে সন্ধ্যার দিকে একই এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |