সিলেট মহানগরে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় পাঁচজন অংশ নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে তাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি কর্মকর্তাদের।
নিহত আ ফ ম কামাল নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, কামাল হত্যায় দুটি বাইকে করে পাঁচজন অংশ নেয়।
তিনি আরও জানান, বিএনপির নেতা কামাল নিজেই প্রাইভেট কার চালিয়ে বড়বাজারের গলির ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাইকে করে তিনজন পেছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। গোয়াইপাড়া এলাকায় আসা মাত্র আরেকটি বাইক তার প্রাইভেট কারের গতিরোধ করে। এ সময় দুজন বাইকের পাঁচজন নেমে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনা তদন্তে থাকা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, হত্যাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, রোববার এ ঘটনার পর জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।