ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ০১:৪৪ এএম


loading/img

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার বালই দোকান নামক স্থানে একটি মিনি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হ‌লেন, বা‌গেরহাট সদর উপ‌জেলার সুগ‌ন্ধি গ্রা‌মের মোঃ মতলেব খাঁ (৮০), আহম্মদ খা‌নের ছে‌লে তাও‌হিদ আহ‌ম্মেদ রুহিন খাঁ (২৪) ও  সাখাওয়াত হো‌সেন শাকুর ছে‌লে সৈকত শেখ(২৫)। নিহত মত‌লেব খা রু‌হিন খা‌নের দাদা।
 
এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা মিনি ট্রাক উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো: মত‌লেব খা ঘটনাস্থলে নিহত হয়। অপর ২জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসা‌ধীন অবস্থায় রা‌তে তা‌দের মৃত‌্যু হয়। ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |