ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পথরোধ করে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ১০:৪৫ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শামীম মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

বিজ্ঞাপন

এর আগে একই দিনে দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. শাহ আলম বাদী হয়ে আখাউড়া থানায় বিকালে অভিযোগ দায়ের করেন। আখাউড়ার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের সানু মিয়ার ছেলে শামীম মিয়াসহ অজ্ঞাতনামা তিন-চার জনকে আসামি করা হয়। ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামীম মিয়া গত ১৫-২০ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম মিয়া ও তার সহযোগীরা ওই ছাত্রীর পথরোধ করে, হাত ধরে টানাটানি করতে থাকে। ওই ছাত্রী প্রতিবাদ করলে শামীম ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে ওই যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মোগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায়চৌধুরী বলেন, বখাটে যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ও শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |