ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

স্কুলছাত্রীকে ধর্ষণ, ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ১১:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পঞ্চগড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এর আগে, ওই স্কুলছাত্রীর মা ওই দিন রাতে পঞ্চগড় থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচজন যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- খতিবর রহমানের ছেলে সিয়াম শাহরিয়ার উচ্ছাস (১৭), মৃত গহের আলীর ছেলে মো. মনির হোসেন (৩০), মো. শহিদুল ইসলামের ছেলে মো. জিন্নাহ (২৫), মো. বাবুর ছেলে মো. বিপুল (২৫) ও মোছা. মিনা বেগমের ছেলে মো. লিটন। তাদের বাড়ি পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায়।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুলছাত্রী তার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে জালাসী এলাকার সিয়াম শাহরিয়ার উচ্ছ্বাসের বাড়ির বাড়ির সামনে এলে উচ্ছাস তাকে বাড়ির ভেতর আসতে বলেন। তখন বাড়িতে কেউ না থাকায় উচ্ছাস ওই স্কুলছাত্রীকে তার শয়ন কক্ষে নিয়ে যান। পরে স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ধর্ষণ করেন। এদিকে উচ্ছাসের বাড়িতে মেয়ে আসার খবর পেয়ে উচ্ছাসের পরিচিত মনির, জিন্নাহ, বিপুল এবং লিটন বাড়িতে আসেন। একপর্যায়ে উচ্ছাসকে ঘর থেকে বের করে দিয়ে পাশের ঘরে আটকে রাখেন মনির হোসেন। তখন মনির ও তার সহযোগীরা মিলে স্কুলছাত্রীকে বিবস্ত্র করেন সেই সঙ্গে স্কুলছাত্রীর বিবস্ত্র ছবি তোলেন। তখন বিপুল ও লিটন ঘরের বাইরে পাহারায় ছিলেন। পরে মনির ও জিন্নাহ মোবাইলে তোলা ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন ওই স্কুলছাত্রীর কাছে।

এরপর পাশের ঘর থেকে উচ্ছাসকে ছেড়ে দেওয়া হলে উচ্ছাস এসে মনির ও জিন্নাহকে ৯ হাজার টাকা দিয়ে মনিরের মোবাইল ফোনটি নিয়ে নেয়। এরপর মনিরসহ তার সহযোগীরা বাকি টাকা না দিলে ফেসবুকে ওই স্কুলছাত্রীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। বিষয়টি জানতে পেরে ওই স্কুলছাত্রীর পরিবার থানায় মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় মনির হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |