ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুর পুলিশের অবহেলা নেই’ (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ নভেম্বর ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img

ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দায়িত্বে কোনো অবহেলা ছিল না বলে জানিয়েছেন কমিশনার মোল্যা নজরুল ইসলাম। 

বিজ্ঞাপন

রোববার (২০ নভেম্বর) রাতে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। 

ছিনিয়ে নেওয়া নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্যরা হলেন, আবু সিদ্দিক সোহেল লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামের বাসিন্দা ও মইনুল হাসান শামীম সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের বাসিন্দা। জঙ্গি আবু সিদ্দিক ও মইনুল প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

বিজ্ঞাপন

কারা সূত্র থেকে জানা গেছে, রোববার ভোরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আনসার উল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে ঢাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে একই দিন দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

এ বিষয়ে কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকায় কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ঢাকার আদালত চত্বর থেকে কোর্ট পুলিশের হেফাজত থেকে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |