ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

চীনা নাগরিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪১ এএম


loading/img

মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ডাম্পট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৮। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে সাদ্দাম হোসেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফরিদপুরের ভাঙ্গা থেকে ছয় শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ারকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল একটি পিকআপ। এ সময় মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় তিন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি। পরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চীনা সার্ভেয়ারসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে চ্যাং বিন নামের ওই চীনা নাগরিক ও রিজু নামের এক বাংলাদেশিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক চীনা নাগরিক চ্যাং বিনকে (৩২) মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় পরদিন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ডাম্পট্রাকচালককে শনাক্ত করা হয়। পরে রোববার রাতে ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |